এসেছে এ কোন আজব যুগ, মানুষ বড়ই বেয়াড়া,
ঈর্ষা, ক্ষোভ, কটাক্ষতে কানায় কানায় ভরা।
অন্ধ নাকি চাঁদনী দেখে, লাথি মারতে চায় খোঁড়া,
হাজার ছেঁদার ঝাঁজর বলে সুই বেটা তুই ফোঁড়া।
শক্তের তারা ভক্ত বেজায় দুর্বলের তারা যম,
বাগাড়ম্বরে অনেক পটু কিন্তু কাজে খুবই কম।
গিরগিটির মত রঙ বদলায় পাল্টায় ভোল সুর
স্বার্থের নেশায় বুঁদ হয়ে থাকে কাটে না তাদের ঘোর।
হাব ভাবে বচনে সাধু এরা কাজে কর্মে কপট,
আখের গুছাতে মানবতার গালে সুযোগে বসায় চপট।
সবকিছুর সমাপ্তি আছে ভেবে পৃথিবী ছাড়ে হাঁফ,
শেষ পরিণতি মৃত্যু কবর কেউ পাবে না মাফ।