এরই নাম প্রেম!                        

প্রেম যমুনায় ডুবে তুমি
সুখের সাগরে ভাস
কেন…?
তোমারই বা কম কিসের
তুমি কি সুখ পাওনা?
হে…! আমিও যে তাই!
তার চেয়ে বেশি তৃপ্তি পাই
আর এতোটাই অনুভব করি
তোমার নিঃস্বাসে শব্দগুলো
আরও উতলা করে দেয়।
কি আছে তোমার মাঝে?
প্রতিমূহুর্ত শুধু তোমাকেই ভাবি
তুমিহীন নিজের অস্তিত্ব খোঁজে পাইনি
এরই নাম প্রেম!
তুমি আছো বলেই যেন পাখিরা গান গায়
ফুলে ফুলে ভ্রমরেরা ঘুরে বেড়ায়
নদী সাগরেরর সাথে একাকার-
চাঁদ তার আলোর ঝলকানিতে-
অন্ধকার ফিকে দেয়
তীব্র দাবদাহে যেমন এক পশলা বৃষ্টি
মুহুর্তেই শীতল করে দেয়
তোমার পরশে যেন
স্বর্গ-সুখ হাতছানি দেয়
তুমি আছো বলেই আজও-
পৃথিবীটা এতো সুন্দর
আরো মধুময়……..!