পরাধীনতার শিকল ভেঙে
একাত্তরের ছাব্বিশ মার্চ
বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব
ঘোষণা করেছিল বীর বাঙালি।
শুরু হয় মুক্তিযুদ্ধের চ‚ড়ান্ত অধ্যায়
মৃত্যুপণ লড়াই, রক্ত সমুদ্র পাড়ি
ত্রিশ লাখ শহিদ-
চার লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি!
এতো ত্যাগ, এতো তিতিক্ষা বৃথা যেতে পারে না
বীর বাঙালি ছিনিয়ে আনে
ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন-
‘মহান স্বাধীনতা।’
এ অর্জন অহংকারের
এ অর্জন মাথা উঁচু রাখার সুদীপ্ত প্রত্যয়
সবুজের বুকে লাল পতাকা
বাতাসের সাথে হেসে হেসে
যেন সেই কথাই বলে।
স্বাধীনতা বেঁচে থাকুক
বাঙালির অন্তরময় হয়ে
ছোট্ট শিশুর স্নিগ্ধ হাসির মতো
কাল থেকে কালান্তরে-