বছর ঘুরে ফিরে এলো
আবার খুশির ঈদ।
ধনী গরীব সকলের
থাকবে নাকো জিদ।
খুশির দোলা বুঁকে নিয়ে
যাব ঈদগাহে,
রাগ অভিমান ভুলে গিয়ে
দাঁড়াবো এক সারিতে।
মনের দুঃখ, দ্বন্দ্ব ফেসাদ
যাব সব ভুলি।
ভাইয়ে ভাইয়ে ঈদগাহে
করবো কোলাকুলি।
ভালোবাসায় হৃদয় ছুঁবে
খুশীতে ভরবে বুঁক,
সবাইকে ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক।