তুমি আসবে বলে,
কোন এক স্বপ্ন ঘেরা প্রভাতে
বসে আছি পথ চেয়ে
তোমার আগমনের অপেক্ষায়।
সকালের সূর্যটা যখন
নতুন আলো ছড়ায়,
পাখিরা সুরে সুরে গান গায়।
মনের অন্তরায় ঢেউ উঠে,
তোমার আগমনের অপেক্ষায়।
বিকেলের সূর্যটা যখন অস্ত যায়,
নেমে আসে অন্ধকার।
চারদিকে নিরব নিস্তব্ধতায়,
তখনও আমি বসে আছি
তোমার আগমনের অপেক্ষায়।