মৃত্যু হলো এক নিমেষের স্বাদ
এ এক অবিসংবাদিত সত্য
যদি বুঝে থাকি আর মনে নেই
তবে অন্যায় অপকর্ম হতে থাকতে পারি বিরত
জীবনের সুন্দর সমাপ্তি তাই মৃত্যুতেই নির্বাপিত।
মৃত্যু
প্রকাশকাল: শুক্রবার, ২ জুন ২০২৩, ০৬:৫৯ পিএম ▪ হালনাগাদ: শনিবার, ৩ জুন ২০২৩, ০৩:৩২ পিএম ▪ পঠিত: ৩৬৭