চলেই যদি যাবে
তবে কেন এতো অভিমান?
সহজেই বলতে পারতে
তুমি আমার নও!

ঘুমভাঙা নিশীথে কিংবা গোধূলী সন্ধ্যায়
নীড়ে ফেরা পাখিদের কুজনে,
রাতের চন্দ্রালোকের মৌনতায়
আলো আঁধারের লুকোচুরিতে
এখনও মনে দোলা দেয়
মনে পড়ে তোমাকে।

নদীর তীরের সবুজ ঘাসের কার্পেটে বসে
চোখে চোখ হাত হাত রেখে বলেছিলে
আমি নাকি শুধুই তোমার,
অন্য কারো নই!
এই যে প্রত্যাশা,
এই যে স্বপ্নিল বিভোরতা
এ সবই কি তবে ছিল মিছে অভিনয়?
আপন ভেবে মনে ধরেছি যাকে
সে তবে আমার নয়?

ভালোবেসে কাছে নিলে
আবার বিশ্বাস ভেঙে ছুড়ে দিলে!
একবারও ভাবতে পারলেনা
এত কষ্ট যন্ত্রণা
সইবার ক্ষমতা আমার আছে কী?